আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কিন্তু আর পরীক্ষায় বসা হল না এক মাধ্যমিক পরীক্ষার্থীর। পরীক্ষা দিতে যাবার সময় হাতির হানায় মৃত্যু হল ওই মাধ্যমিক পরীক্ষার্থীর । বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজ ঘাট এলাকায়। মৃত ওই পরীক্ষার্থীর নাম অর্জুন দাস।
সূত্রের খবর, এদিন বাবা বিষ্ণু দাসকে নিয়ে নিজে বাইক চালিয়ে বেলাকোবার কেবলপাড়া হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বৈকণ্ঠপুর ডিভিশনের মহারাজ ঘাট জঙ্গলে ওঠার আগে একটি হাতির সামনে পড়েন তারা। পেছনের সিটে বসা বিষ্ণুদাস বাইক থেকে লাফিয়ে নেমে প্রাণ বাঁচতে সক্ষম হন। কিন্তু অর্জুন বাইক থেকে নেমে পালাতে গেলে রাস্তায় পড়ে যায়, ঠিক সেই সময় হাতি পা দিয়ে তাকে চাপা দিয়ে জঙ্গলে ঢুকে যায়। ঘটনার খবর পেয়ে এলাকাবাসীরা তড়িঘড়ি তাঁকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, হাতির হানাতে এক মাধ্যমিক পরীক্ষার্থী গুরুতর আহত হয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। পঞ্চায়েত সমিতির সদস্য হরিপদ রায় বলেন, পরীক্ষার্থীর বাবা বিষ্ণু দাস পেশায় একজন কৃষক। অর্জুন বারোপাটিয়া পাঁচিরামনাহাটা স্কুলের ছাত্র। তার কেবলপাড়া হাইস্কুলে মাধ্যমিকের পরীক্ষার সিট পড়েছে। সেই পরীক্ষার উদ্দেশ্যেই বাবাকে নিয়ে যাচ্ছিল। তখনি ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।