বিরল প্রজাতির রেড স্যান্ড বোয়া সাপ উদ্ধার করলেন বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের কর্মীরা। বিরল প্রজাতির সাপ পাচারের অভিযোগে এক সমাজকর্মী সহ চারজনকে গ্রেফতার করেছে।
সূত্রের খবর, বিরল প্রজাতির সাপটি বিহার থেকে শিলিগুড়ি হয়ে নেপালে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নামে বন দফতর। ভক্তিনগর থানার শাস্ত্রীনগরের সমাজকর্মী পাষাণ লামার বাড়িতে অভিযান চালিয়ে সাপটিকে উদ্ধার করা হয়। পাষাণ লামা সহ চারজনকে গ্রেফতার করা হয়। বাকিরা হলেন ভক্তিনগরের অরিন্দম সরকার, বিহারের আনোয়ার মিয়াঁ এবং কোচবিহারের জগদীশচন্দ্র রায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই পাচারচক্রের পান্ডা হলেন বিহারের আনোয়ার মিয়াঁ। তিনি নিজেকে অ্যান্টি ক্রাইম কন্ট্রোল অফিসার হিসেবে পরিচয় দিয়ে এই কারবার চালাতেন। তাঁর বিহার, শিলিগুড়ি ও সিকিমে বাড়ি রয়েছে। বন দফতর জানিয়েছে, ১৫ কোটি টাকার বিনিময়ে সাপটিকে পাষাণ লামার হাতে তুলে দেওয়ার কথা ছিল। নেপাল, কোরিয়া ও চিনের বাজারে এই সাপের প্রচুর চাহিদা রয়েছে বলে বন দফতর জানতে পেরেছে। এই সাপ থেকে বিভিন্ন ওষুধ তৈরি হয়। পাশাপাশি, কালো জাদুতেও নাকি ব্যবহার হয় এই সাপ।
জানা গিয়েছে, সমাজকর্মীর পরিচয় দিয়ে নানান অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন পাষাণ লামা। ধৃত চারজনকে মঙ্গলবার জলপাইগুড়ি সিজিএম কোর্টে তোলা হয়েছে বলে জানিয়েছেন এডিএফও মঞ্জুলা তিরকি। এই ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে বন দফতর।
ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি|