Jalpaiguri : তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য

আরও পড়ুন

এদের চুরির কথা বলে শেষ করা যাবে না। যে ভাবে নেতৃত্ব দিচ্ছে তাতে দলটি দুর্নীতি জরজরিত। এই অভিযোগ তুলে মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য সহ প্রচুর তৃণমূল কর্মীরা তৃণমূল ছড়ে বিজেপিতে যোগদান করল ৷ রবিবার জলপাইগুড়ি বিজেপি কার্যালয়ে এসে বিজেপিতে যোগদেন। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এই নতুন কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে যোগদান করান।

প্রসঙ্গত, কয়লা পাচার থেকে শুরু করে গরু পাচার। এর পরে প্রাইমারি টেট দুর্নীতি পরে এবার পুরসভা নিয়োগ সামনে আসছে। এই ধরনের একের পর এক দুর্নীতির ঘটনায় জেরবার তৃণমূল । তাই এই দলের প্রতিনিধি হিসেবে পরিচয় দিতে সাধারন মানুষের কাছে বিবেকে বাঁধে। রবিবার জেলা বিজেপি কর্যালয়ে দাঁড়িয়ে কথা গুলি বলে যাচ্ছিলেন মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতি এবং গ্রামপঞ্চায়েত সদস্যরা। মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জিব চন্দ্র রায় বলেন আজ জেলা কর্যালয়ে ২০ থেকে ৩০ জন নেতা তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। বিজেপি মেখলিগঞ্জে বড় জনসভা আছে। সেখানে হাজার খানের কর্মী নেতা বিজেপিতে যোগদান করবেন। ওই জনসভায় দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন। সঞ্জিব বাবুর বক্তব্য তৃনমূলের মধ্যে এতোটা দূর্নীতি ঢুকে গেছে যে বিবেকের তাড়নায় তিনি অঞ্চল সভাপতির পদ ত্যাগ করেছেন। বর্তমানে তিনি পঞ্চায়েত সমিতির সদস্য আছেন। এবার বাধ্য হয়েই দলত্যাগ করলেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যেতে হবে। কিন্তু এই সরকার যে ভাবে চলছে তাতে সমাজ ব্যবস্থাই ধ্বংসের মুখে যাচ্ছে। তাই একটি ভাল দলের আশাতে এই পদক্ষেপ বলে জানান।

 জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close