শুক্রবার রাতে বেপরোয়া মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল প্রবীন শিক্ষকের। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের বাতাবাড়ি ফার্ম বাজার এলাকায়। মৃত ওই শিক্ষকের নাম সমীর চক্রবর্তী। সূত্রের খবর, এদিন রাতে দ্রুত গতিতে একটি মোটর বাইকে তিনযুবক যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সমীরবাবুকে ধাক্কা মেরে ওই মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। ঘটনায় গুরুতর আহত হন সমীরবাবু-সহ এক যুবক। শুক্রবার রাতেই শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে মৃত হয় সমীরবাবুর।
শনিবার সকালে এমন ঘটনার জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় বাতাবাড়ি ফার্ম বাজার এলাকায়। স্থানীয় বাসিন্দারা বাজারের জাতীয় সড়কের ওপর ট্রাফিক ব্যারিকেড-সহ পুলিশ কর্মী মোতায়েনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। সেইসঙ্গে বাজারের বেহাল যাত্রী প্রতীক্ষালয় সংস্কারের দাবিতেও সরব হন সকলেই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ। পুলিশের তরফে এদিনই বাজার এলাকার জাতীয় সড়কে লাগানো হয় স্পীড ব্রেকার ব্যারিকেড।
ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।