South 24 Parganas : দোল খেতে গিয়ে গলার নলি কেটে মৃত্যু পঞ্চম শ্রেণির ছাত্রের

আরও পড়ুন

দোলনায় দোল খেতে গিয়ে গলার নলি কেটে মৃত্যু হল এক পঞ্চম শ্রেণির ছাত্রের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উত্তর মহেন্দ্রপুর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থাকা একটি পার্কে।এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার-সহ গোটা এলাকাজুড়ে।

সূত্রের খবর,ওই মৃত ছাত্রের নাম চয়ন গুমটা। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার উত্তর মহেন্দ্রপুর গ্রামে।সরস্বতী পুজো চলাকালীন গুরুদাসপুর প্রাথমিক বিদ্যালয় পার্কে দোলনায় দোল খাচ্ছিল কয়েকজন শিশু।অন্য ছেলেদের দেখে চয়ন ঘুরতে থাকা দোলনাটি ধরে থামাতে যায়।তখন সেই দোলনাটির লোহার দণ্ড এসে সজোরে
চয়নের গলায় লাগে।সেই মুহূর্তেই তার গলার নলি কেটে রক্ত ঝরতে থাকে। এমন ঘটনা স্থানীয় দের চোখে পড়তেই তারা গলার নলি কাটা অবস্থায় ওই পড়ুয়াকে উদ্ধার করে। সেখান থাকা তাকে দ্রুত গদামথুরা প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানেই মৃত্যু হয় চয়নের। এর আগেও ওই পার্কের দোলনায় চাপতে গিয়ে জখম হয়েছে দু’জন। এনিয়ে অভিভাবকেরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে দরবার করেছিলেন। কিন্তু তাদের কথায় কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ।

ফোর্টিনে টাইমলাইন,দক্ষিণ ২৪ পরগনা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close