Malda : শ্বশুরবাড়ির দু’জনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন, পালাতে গিয়ে মৃত্যু জামাইয়েরও

আরও পড়ুন

বাপেরবাড়ি থেকে ফিরতে চাইছিলেন না। সেই রাগে শ্বশুরবাড়ি গিয়ে দু’জনকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। যদিও পরে পালানোর সময় ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে অভিযুক্তেরও। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশবাজার থানার কমলাবাড়ি বাঁধাপুকুর এলাকায়। শুধু তাই নয়। এই নৃশংস ঘটনায় আরও কয়েকজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি  করা হয়। এই জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, কমলাবাড়ি বাঁধাপুকুর এলাকার এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতেই ডিএসপি (সদর) ও ইংলিশবাজার থানার আইসি’র নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়।

সূত্রের খবর,অভিযুক্ত যুবকের নাম টুবাই মণ্ডল (৩৫)। তিনি ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। স্ত্রী’র সঙ্গে গত কয়েক মাস ধরেই টুবাইয়ের ঝামেলা চলছিল। সম্প্রতি তিনি কাজ থেকে বাড়ি ফেরেন। সেসময় তাঁর স্ত্রী নির্মলা মণ্ডল বাপের বাড়িতে ছিলেন। খবর পেয়ে টুবাই স্ত্রী’কে সেখান থেকে ফিরিয়ে আনতে যান। কিন্তু নির্মলাদেবী তাঁর সঙ্গে শ্বশুরবাড়ি ফিরতে রাজি হননি। এরপরই শুরু হয় বচসা।

প্রসঙ্গত, এক কথা-দু কথা থেকে ঝগড়া চরমে পৌঁছয়। অভিযোগ, এসময় হঠাৎই টুবাই কুড়ুল দিয়ে স্ত্রী-সহ তাঁর পরিবারের লোকজনকে এলোপাথারি কোপাতে শুরু করেন। সঙ্গে সঙ্গে বছর পনেরোর এক কিশোরীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। অন্যদিকে আর এক মহিলাকে গুরুতর জখম অবস্থায় মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি টুবাইয়ের স্ত্রী নির্মলাও। এদিকে সবাইকে মারার পর ছাদ থেকে টপকে পালাতে গিয়ে উপর থেকে পড়ে মৃত্যু হয় টুবাইয়েরও।

মালদা থেকে দেবাশীষ দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close