কোরক হোমে মৃত নাবালক আবাসিকের দেহ কবরস্থান থেকে তুলতে রবিবার সকালে পৌঁছোল সিবিআই। কবরস্থানটি চারদিকে প্লাস্টিক দিয়ে ঢেকে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কবরস্থানের মাটি খুঁড়ে চলছে মৃতদেহ ওঠানোর কাজ।
সূত্রের খবর, গত ১৫ ডিসেম্বর জলপাইগুড়ির কোরক হোমে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল ওই নাবালক আবাসিকের দেহ। নাবালকের পরিবারের দাবি ছিল তাদের ছেলে আত্মহত্যা করেনি। তাকে খুন করা হয়েছে। পরিবারের লোকজন তদন্তের দাবি জানিয়েছিল। মৃতের পরিবারের দাবির ভিত্তিতেই এদিন কোচবিহার এক নম্বর ব্লকের টাপুরহাটে এসে কবরস্থান থেকে মৃতদেহ তোলার কাজ করছে সিবিআই।
ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।