নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারবে। সেই দিকে তাকিয়ে স্কুলের ছাত্রীদের সেল্ফডিফেন্স প্রশিক্ষন শিবিরের আয়োজন করল জলপাইগুড়ি জেলা পুলিশ। বিজয়িনী প্রকল্পের মধ্যে দিয়ে আজ থেকে ৫ দিনের জন্য এই শিবির শুরু হল জলপাইগুড়ির পুলিশ লাইন। প্রশিক্ষণ শিবিরের পাশাপাশই চাইল্ড ম্যারেজ, যৌন নির্যাতন সহ একাধিক বিয়ে সচেতনতা প্রচার করা হবে। এক্ষেত্রে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গনপথ বলেন, ৫ দিনের এই ক্যাম্পে একদিকে যেমন সেল্ফ ডিফেন্স ট্রেনিং হবে অন্যদিকে একাধিক ইশ্যুতে সচেতনতা প্রচার করা হবে। পুলিশের এই উদ্যোগের বিষয়ে জলপাইগুড়ি শহরের অরবিন্দ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষৌনিশ গুহ বলেন তার বিদ্যালয়ের ৫০ জন ছাত্রী এই শিবিরে অংশ নিয়েছে। এদের মাধ্যমেই বিদ্যালয়ের বাকি ছাত্রছাত্রীদের কাছে বার্তা পৌঁছে যাবে। শুধু তাই নয় বিদ্যালয়ের এই সেল্ফ ডিফেন্স ট্রেনিং জারি রাখা হবে বলে জানান তিনি।
ফোর্টিন টাইমলাইন জলপাইগুড়ি।