Uttar Dinajpur : ‘মার্ক-টু’ টিউবওয়েল নিয়ে দিশেহারা হলদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়

আরও পড়ুন

‘মার্ক-টু’ টিউবওয়েল বিকল হয়ে পড়ে থাকায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দূষিত জল পান করতে হচ্ছে। বিদ্যালয়ের তরফে একাধিকবার গ্রাম পঞ্চায়েত প্রধান এবং অবর বিদ্যালয় পরিদর্শককে জানিয়েও কোনও ফল মেলেনি। গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, বিদ্যালয়ের সোলার সাব মার্শাল বসানোর জন্য বরাত দেওয়া হয়েছে।আগামী একমাসের মধ্যে বিদ্যালয়ে জলের সমস্যা মিটে যাবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আটঘড়া হলদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১২০ জন । বিদ্যালয়ের মিড ডে মিল-সহ পানীয় জলের জন্য ব্লক প্রশাসন কয়েক লক্ষ টাকা ব্যায় করে ‘মার্ক-টু’ টিউবওয়েল বসিয়েছিল।বাস্তবে টিউবওয়েল বসানোই সার, টিউবওয়েল বসানোর পর থেকে তা অধিকাংশ সময়ই বিকল হয়ে পড়ে থাকে। টিউবওয়েল বিকল হয়ে থাকার কারনে মিড ডে মিল এবং ছাত্রছাত্রীদের পানীয় জলের অসুবিধার মধ্যে পড়তে হয়। সেই সমস্যা সমাধানের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে একটি কম পাইপের অগভীর নলকূপ বসানো হয়। কম পাইপের টিউবওয়েল থেকে আয়রণযুক্ত জল বার হয়।বিকল্প জলের ব্যাবস্থা না থাকায় ছোট শিশুরা সেই দূষিত জল পান করছে। ‘মার্ক-টু’টিউবওয়েল মেরামতির জন্য বিদ্যালয়ের তরফ থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান এবং অবর বিদ্যালয় পরিদর্শককে বারংবার লিখিত আবেদন করেন। বিদ্যালয়ের তরফে আবেদন করার পর এই পাঁচ বছর মেয়াদকালে দু’বার টিউবওয়েলটি মেরামত করা হলেও টিউবওয়েলের কোনও পরিবর্তন হয়নি। দীর্ঘ দু’বছর যাবৎ টিউবওয়েল বিকল অবস্থায় পড়ে রয়েছে। ‘মার্ক-টু’ টিউবওয়েল বিকল থাকায় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সেই বিদ্যালয়ে সোলার সাব- মার্সিবল পাম্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী একমাসের মধ্যে বিদ্যালয়ে জলের সমস্যা মিটে যাবে বলে আশাবাদী গ্রাম পঞ্চায়েত প্রধান।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট , টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close