জলপাইগুড়ি শহরের রাস্তায় চলাচলের অনুমতির পাশাপাশি টোটো চালকদের পরিচয়-পত্র দিতে হবে। এই দাবিতে শনিবার দুপুরে জলপাইগুড়ি পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বাহাদুর গ্রামপঞ্চায়েত এলাকার প্রায় শতাধিক টোটো চালক।
সূত্রের খবর, টোটো চালকদের অভিযোগ, এর আগেও এই দাবিতে পুরসভায় স্মারকলিপি দিয়ে দাবি জানানো হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে- পুরসভা শহর সংলগ্ন পাতকাটা গ্রামপঞ্চায়েত ছাড়াও অরবিন্দ, খড়িয়া, পাহারপুর গ্রামপঞ্চায়েত এলাকার টোটো চালকদের পুরসভা এলাকায় চলাচল করার অনুমতি দিলেও, বাদ গিয়েছেন বাহাদুর গ্রামপঞ্চায়েত এলাকার টোটো চালকেরা। দাবি আদায়ের জন্য এদিনও একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবি অনুসারে ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে বড় ধরনের অন্দোলনে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে টোটো চালকদের পক্ষ থেকে। এদিন শহরের বাবুপাড়া এলাকার গান্ধীমোড় এলাকা থেকে টোটো চালকেরা মিছিল করে পুরসভায় আসেন। কিন্তু পুরসভার গেটেই তাদের আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী। বাঁধা পেয়ে রাস্তার ওপরেই তারা বিক্ষোভ দেখাতে থাকেন। তবে তাদের দাবির বিষয়টি পুলিশের পক্ষ থেকে দেখার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।