Jalpaiguri : বুধবার নাচে-গানে শেষ হ’ল জমজমাট আয়ুষ মেলা

আরও পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ের কচি-কাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগীতা। নাচে, গানে শেষ দিনে জমজমাট জলপাইগুড়ি জেলা আয়ুষ মেলা। শুধু তাই নয় মেলার শেষ দিনে উপস্থিত ছিলেন সারভাইলেন্স মেডিকেল অফিসার বিশ্বস্বাস্থ্য সংস্থার উত্তরবঙ্গের দায়িত্ব প্রাপ্ত ডাঃ শুভেন্দু কুমার রায়। তিনি এদিন অনুষ্ঠান মঞ্চে আয়ুষের বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক অসীম হালদার-সহ স্বাস্থ্য দফতরের পদস্থ আধিকারিকেরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আয়ুষকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার পর থেকেই চিরাচরিত চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথি, আয়ুর্বেদ,যোগা-সহ অন্যান্য চিকিৎসা ব্যবস্থার প্রসার নিয়ে কাজ শুরু করেছে কেন্দ্র ও রাজ্য সরকারের আয়ুষ বিভাগ। এদিন বিশ্বস্বাস্থ্য সংস্থার উত্তরবঙ্গের দায়িত্ব প্রাপ্ত ডাঃ শুভেন্দু কুমার রায় সংবাদ মাধ্যমকে বলেন মানুষের ঠিকঠাক ফিজিক্যাল অ্যাক্টিভিটি, লাইফ স্টাইল মডিফিকেশন, সেই জায়গা গুলি মেজর করার জন্য আয়ুষ মন্ত্রালয়ের সাথে যৌথ উদ্যোগে একটি অ্যাপ চালু করা হয়েছে ২০২১ সাল থেকে। তিনি বলেন অ্যালোপ্যাথি এবং আয়ুষ ওষুধ কে এক করে দেখলে হবে না। কিন্তু কিছু অসুখ থাকে যেখানে লাইফ স্টাইল মডিফিকেশন দরকার। তার জন্য যোগা দরকার, ডায়াট কন্ট্রোল দরকার। তবে অনেক সময় দেখা যায় সেগুলি অবৈজ্ঞানিক ভাবে করে ফেলেন অনেকে। যে কারনে ভারত সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যৌথ ভাবে চেষ্টা করা হচ্ছে যাতে মানুষ সঠিক ভাবে করতে পারেন।

জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য্যের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close