আদিবাসী জনগোষ্ঠী মহিলাদের বংশপরম্পরায় ব্যবহৃত জমির আইনি শর্ত প্রদানের দাবিতে সোমবার জলপাইগুড়ির অতিরিক্ত জেলা শাসক তথা জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণে স্মারকলিপি প্রদান করা হয় সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতকুড়া এলাকার বসবাসকারী আদিবাসী নাগরিকবৃন্দ।
প্রসঙ্গত,এলাকার বাসিন্দারা জানান, এই এলাকায় বেশ কয়েক প্রজন্ম যাবত যারা বসবাস করে এসেছেন, তাঁরা কৃষিকাজ-সহ অন্যান্য জীবিকায় সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের অভিযোগ, সম্প্রতি স্থানীয় সাতকুড়া বাজার সংলগ্ন জমিটিতে বাজারের তরফে ছাউনি তৈরির ফলে জমিটি ব্যবহারের অনুপযোগী হয়েছে। অবিলম্বে আদিবাসী জনগোষ্ঠীর মহিলাদের ব্যবহৃত জমির আইনি শর্ত প্রদানের দাবিতে এদিনের স্মারকলিপি প্রদান বলে জানান স্মারকলিপি প্রদানকারীদের পক্ষে রামলাল মুৰ্ম ।
ফোর্টিন টাইমলাইন ,জলপাইগুড়ি।