ময়নাগুড়ির শহর সংলগ্ন এলাকায় আবারও হাতির হানা। মঙ্গলবার সকালে ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা, পুঁটিমারিতে দাপিয়ে বেড়ানোর পর দুটি হাতি শহর সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে। ঘটনায় কেউ হতাহত না হলেও বেশ কিছু কৃষি জমি ও বাড়ি-ঘর নষ্ট হয়েছে।
সূত্রের খবর, হাতির হানার খবর পেয়ে বন দফতর ও পরিবেশপ্রেমী সংগঠনের লোকজন ঘটনাস্থলে পৌঁছন। মরিচবাড়ি, দক্ষিণ মৌয়ামাড়ি এলাকায় দীর্ঘক্ষণ ঘুরে বেড়ায় হাতি দুটি। বন দফতরের রামশাই স্কোয়াড ও লাটাগুড়ি রেঞ্জের কর্মীরা চকোলেট বোমা ফাটিয়ে বুনোদুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন।
ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।