Jalpaiguri : বিক্ষোভ সভা করল সিটু অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়ান

আরও পড়ুন

যাত্রী ভাড়া বৃদ্ধি, ই রিক্সা চালকদের পুলিশি হয়রানী-সহ একাধিক বিষয় নিয়ে বিক্ষোভ সভা করল সিটু অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়ান। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে প্রায় শতাধিক ই রিক্সা চালক তাদের এই সভার মধ্য দিয়ে ভাড়া বৃদ্ধি সহ পুলিশের হয়রানীর বিষয়ে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। শুধু তাই নয়, দ্রুত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত না নেওয়া হলে বড় ধরনের আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছে।

সূত্রের খবর, গত তিন বছর থেকে ই রিক্সার নুন্যতম যাত্রী ভাড়া ১০ থেকে বাড়িয়ে ২০ টাকা করার দাবি জানাচ্ছে বাম প্রভাবিত ই রিক্সা চালক ইউনিয়ান। এই দাবিতে এর আগেও পুরসভা অভিযান, স্মারকলিপি দেওয়া, লড়াই আন্দোলন চালাচ্ছে। পুরসভার পক্ষ থেকেও ভাড়া বৃদ্ধির বিষয়টি মেনে নিয়েছে বলে দাবি সংগঠনের। কিন্তু তার পরেও এই বিষয়ে পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না বলে অভিযোগ। সংগঠনের সাধারণ সম্পাদক শুভাশিষ সরকার বলেন পুরসভা ভাড়া বৃদ্ধি করছে না। অথচ ট্রাফিক পুলিশ ই রিক্সা চালাকদের বিভিন্ন ভাবে হেনস্থা এবং বিভ্রান্ত করছে। অন্যদিকে পুরসভা ৫ হাজার ই রিক্সা চালক কে পরিচয় পত্র দেবে বলেছিল, কিন্তু ২ হাজার দেবার পরে, বন্ধ রাখা হয়েছে। সমস্ত বিষয় নিয়ে আজ আন্দোলন। আগামী ৭ দিনের মধ্যে ভাড়া বৃদ্ধি সহ অন্যান্য বিষয় গুলি নিয়ে ব্যবস্থা না নেওয়া হলে ই রিক্সা চালকেরা বড় ধনের অন্দোলনে রাস্তায় নামবে।

জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close