কালিয়াগঞ্জ, কালিয়াচকের ঘটনায় উত্তরবঙ্গে ১২ ঘন্টার বনধ নিয়ে মৃদু লাঠিচার্জ করতে হল পুলিশকে। শুক্রবার দুপুরে এমন ঘটনা ঘটেছে শিলিগুড়ির হিলকার্ট রোড এলাকায়। বনধ সমর্থকরা এদিন স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধ করে দোকান বন্ধ করার জন্য সচেষ্ট হন। যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তারা বনধ সমর্থকদের ঘাড় ধরে টেনে হিঁচড়ে নামিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করে। এরফলে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় বিজেপি-র কর্মী এবং সমর্থকেরা। তারা বচসা শুরু করেন। তখনই মেজাজ হারিয়ে পুলিশ বিজেপি-র কর্মী সমর্থকদের ওপর মৃদু লাঠিচার্জ করে।
এমন ঘটনার পর বিজেপির স্থানীয় কর্মী মিঠুনদ্বীপ ভট্টাচার্য বলেন তার কানের নিচে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে কালশিটে রয়েছে ঘাড়েও।
শিলিগুড়ির হিলকার্ট রোড থেকে দেবাশীষ দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।