Kharibari : নদীর গতিপথ পরিবর্তন করে জমি দখলের অভিযোগ

আরও পড়ুন

নদীর গতিপথ পরিবর্তন করে জমি দখলের অভিযোগে গ্রেফতার ৩। ঘটনাটি ঘটেছে ,খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত সিঙ্গিয়াজোতে।

সূত্রের খবর, গত ফ্রেবুয়ারি মাসের ৬ তারিখে নদীর গতিপথ পরিবর্তন করার অভিযোগ ওঠে এক বেসরকারি ক্র্যাশার প্ল্যান্টের বিরুদ্ধে। শুধু নদীর গতিপথ পরিবর্তনই নয়, রাতে আর্থমুভার দিয়ে মাটি খনন করে প্রায় ১০০ দৈর্ঘ্যের বিকল্প একটি নদী বানিয়ে ফেলে চক্রটি। ঘটনার প্রতিবাদে সরব হয় এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসেন মহকুমা সেচ দপ্তরের এসডিও, খড়িবাড়ি বিএলআরও, শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতি ও বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা।

উল্লেখ্য, এঘটনাকে কেন্দ্র করে ৮ ফ্রেবুয়ারি সেচ দফতরের তরফে খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে খড়িবাড়ি থানার পুলিশ। শনিবার রাতভর তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করে মূল অভিযুক্তদের।
ধৃতরা হলেন আলম এন্টারপ্রাইজের ফাইন্যান্সার আফতাব আলম বয়স ৪১,বালাজি স্টোন ক্র্যাশারের মালিক মৃত্যুঞ্জয় কুমার সিং বয়স ৫১,জমির মালিক মহম্মদ গফির উদ্দিন বয়স ৬০।

পুলিশ সূত্রে জানা যায়, ক্র্যাশার প্ল্যান্টের মালিক পুরাতন ছিট মেচির গতিপথ বন্ধ করে ১০০ মিটার বিকল্প নদী বানিয়ে অবৈধভাবে জমি দখল করে বালি-পাথরের ডাম্পিং গ্রাউন্ড তৈরির পরিকল্পনা করেছিল। রবিবার ধৃতদের জামিন অযোগ্য ধারায় শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, দার্জিলিং।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close