Malda : রোগীর সঙ্গে অভব্য আচরণ চিকিৎসকের বিরুদ্ধে

আরও পড়ুন

চিকিৎসকের পছন্দ মত প্যাথলজি ল্যাবে শারীরিক পরীক্ষা না করায় রোগীর সঙ্গে অভব্য আচরন করে চেম্বার থেকে বের করে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার বাশুলীতলা এলাকায় এক চিকিৎসকের বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়। অভিযোগ অস্বীকার চিকিৎসকের।

সূত্রের খবর ,ইংরেজবাজারের সিঙাতলা এলাকার বাসিন্দা নরেন্দ্র নাথ কর্মকার। তিনি দীর্ঘদিন থেকে কিডনির সমস্যায় ভুগছেন। একজন চিকিৎসককে দেখাছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি মালদার এজন কিডনি স্পেশালিস্ট চিকিৎসক ডঃ কাঞ্চন সাহাকে দেখান। সেখানে তাকে বিভিন্ন রকম শাররীক পরীক্ষা করতে বলা হয়। সেই মত পরীক্ষার জন্য চিকিৎসক কাঞ্চন সাহা তার নির্ধারীত ল্যাবে পরীক্ষার জন্য প্রেস্ক্রিপসানটি রোগীর কাছ থেকে কেরে নেয়। রোগীর সঙ্গে থাকা তার দিদি জয়ন্তী দাস চিকিৎসককে বলেন তারা অন্য জায়গায় পরীক্ষা করবেন। এরপরই চিকিৎসক তার কাছ থেকে প্রেস্ক্রিপসান কেরে নিয়ে অভব্য আচরন করে চেম্বার থেকে বের করে দেয়। এমন ঘটনায় অপমানিত ও নিগৃহিত রোগী ও তার দিদি জয়ন্তী দাস ওই চিকিৎসকের নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য ,এ বিষয়ে রোগীর দিদি জয়ন্তী দাস জানান,কিডনি সমস্যা থাকায় তিনি কিডনি স্পেশালিস্ট চিকিৎসক ডঃ কাঞ্চন সাহার কাছে নাম লেখান। চিকিৎসক দেখার পর আমাকে বলে বেশ কিছু পরীক্ষা করতে হবে। তখন প্রেস্ক্রিপসান আমার হাতে না দিয়ে বলে আপনাকে একজন বুঝিয়ে দিচ্ছে। তখন চিকিৎসক বলে এই রিপোর্ট গুলো আপনি এম এম সি সোনোল্যাবে করিয়ে নেন। তখন আমি বলি এম এম সি সোনোল্যাব আমার পছন্দ নয়। এর আগে ওখান থেকে যে রিপোর্ট করেছিলাম তা ভুল এসেছে। আমার যেখানে মনে হবে সেখানে করবো। তখন আমার হাত থেকে প্রেস্ক্রপসানটি কেরে নিয়ে বলেন আপনি সোনস্ক্যনে ডাক্তার দেখান। আমি এটাতে অপমানিত বোধ করেছি। আমার মনে হয় ওই চিকিৎসকের সঙ্গে ওই সোনোল্যাবের কোনও লেনদেন রয়েছে।

এবিষয়ে অভিযুক্ত চিকিৎসক কাঞ্চন সাহা জানান, এরকম কোন ঘটনা ঘটেনি । আমার মনে হয় কোনও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। উনি হয়তো বিষয়টা অন্যভাবে ব্যাখ্যা করেছেন। আমার সঙ্গে কথা বললে হয়তো বিষয়টা মিটিয়ে নিলে ভালো হবে। উনার একটি চিকিৎসা করার উদ্দেশ্য। এটা তো হতে পারে না একজন চিকিৎসক ও রোগীর মধ্যে দুর্ব্যবহার। নির্দিষ্ট ল্যাবে পরীক্ষা করার কোন নিয়ম নেই। তবে মালদা শহরের সব ল্যাবে সব পরীক্ষা হয় না। এই কারনেই আমরা স্পেশাল টেস্ট জায়গা বলে দিয়েছি। হয়তো সেটাই বিভিন্নভাবে নিয়েছে। আমার মনে হয় এটা ভুল বোঝাবুঝি ছাড়া অন্য কোন কারন নেই। এই ঘটনা নিয়ে সরোব হয়েছে ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা অম্লান ভাদুরি।তিনি বলেন, ইংরেজবাজার পুর এলাকাতে চিকিৎসার নামে একটি দালাল চক্র কাজ করছে। যার দ্বারা মানুষ প্রতারিত হচ্ছে।এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।West bengal

মালদা থেকে দেবাশীষ দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close