Hooghly:পৃথক দুটি ঘটনায় মৃত তিন হুগলী

আরও পড়ুন

পৃথক দুটি ঘটনায় মৃত তিন। মৃতের পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্রের খবর,বাইক ও ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটেছে পোলবা এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবককের। একজনের নাম জাহির উদ্দিন মন্ডল বয়স ৪৫ বছর এবং আরেকজনকে স্থানীয়রা তড়িঘড়ি আশঙ্কাজনক ভাবে চুঁচুড়া সদর হাসপাতালেবা ভর্তি করলে তিনিও মারা যান।

পরিবার সূত্রে জানা যায়, আত্মীয়র বিয়ের খাদ্য সামগ্রী (মাংস) কিনে ফেরার সময় এই দুর্ঘটনা।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এমতাবস্তায় গোটা এলাকায় জুড়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গাড়িটিকে আটক করেছে পোলবা থানার পুলিশ। অন্য দুর্ঘটনাটি ঘটেছে আলিনগরে। যদিও মৃতের কোনো পরিচয় পাওয়া যায়নি।

হুগলির পোলবা থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close