South 24 Pargana : রাস্তা মেরামতের দাবিতে কলাগাছ লাগিয়ে বিক্ষোভ

আরও পড়ুন

রাস্তার অবস্থা বেহাল। সেই রাস্তা মেরামতের দাবিতে ধানের চারা, কলাগাছ লাগিয়ে বিক্ষোভ ক্ষুব্ধ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চল। এখানের রাজাপুর থেকে ২ কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তা এতটাই ভয়াবহ যে বর্ষাকালে হাঁটাই দুষ্কর। রবিবার সকালে ধানের চারা, কলা গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

সূত্রের খবর, ৫ টি অঞ্চলের যোগাযোগের ভরসা এই রাস্তা। প্রায় ২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে। ৩২ বছর ধরে গ্রামবাসীদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বেশ কয়েকবার দুর্ঘটনার কবলেও পড়েছেন অনেকে। বারংবার বিধায়ককে জানানো সত্ত্বেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। রাস্তার এই হালে উত্তেজিত গ্রামবাসী এদিন বিক্ষোভে দেখান।

ফোর্টিন টাইমলাইন, দক্ষিণ ২৪ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close