রাস্তার জমি দখলকে কেন্দ্র করে বিবধমান দু’পক্ষের মধ্যে সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েকজন। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার ফাতিয়াবাদ গ্রামে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় জুড়ে। চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে খবর, বসিরুদ্দিন ও সাব্বির আলমের মধ্যে রাস্তার জমি দখল নিয়ে দুপক্ষের বচসা সৃষ্টি হয়। বচসা চলাকালীন আচমকাই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। লাঠি, বাঁশ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন জখম হন। জখমদের উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্র নিয়ে আসা হয়। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, চোপড়া, উত্তর দিনাজপুর।