খেলাচ্ছলে মায়ের কানের দুল মুখে আটকে যায় একরত্তি শিশুর। শ্বাসনলিতে আটকে থাকে তা। অস্ত্রোপাচার ছাড়াই প্রাণে বাঁচল ১ বছর ১০ মাসের শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালে।
সূত্রের খবর, শুক্রবার রাতে কানের দুল বালিশের তলায় রেখে ঘুমোতে যান মা। সকালে ঘুম থেকে উঠে একটি দুলের খোঁজ পাননি। তড়িঘড়ি শিশুটিকে কল্যাণী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষায় দেখা যায়, শিশুর শ্বাসনলির ওপরের অংশে আটকে ওই কানের দুল। এরপরই অস্ত্রোপচার ছাড়া অসাধ্যসাধন করেন এনআরএস-এর ইএনটি বিভাগে কর্মরত চিকিৎসকেরা। তাদের তৎপরতায় বিশেষ যন্ত্রের সাহায্যে বের করে আনা হয় সেই কানের দুল। প্রাণে বেঁচে যায় সেই শিশুকন্য।
ফোর্টিন টাইমলাইন, নদিয়া।