Karandighi: বিহারে পাচারের আগেই সুদৃশ্য বিয়ার-এর ক্যান উদ্ধার

আরও পড়ুন

দুধের জার-এ ভরে বিয়ার-এর ক্যান প্রতিবেশী বিহারে পাচার করায় আগেই ধরে ফেলল করণদিঘি থানার পুলিশ। সোম এবং মঙ্গলবার দু’দিন মিলিয়ে বেশ কিছু ক্যান উদ্ধার করে করণদিঘি থানার পুলিশ। গোপন সূত্রে খবর আসাতেই করণদিঘি পুলিশের এই সাফল্য মিলেছে বলে স্থানীয় মানুষের অনুমান।
উল্লেখ্য, সোমবার ঝাড়বাড়ি এলাকায় অপেক্ষা করছিল পাচারকারীরা, তাদেরকে ধরা হয়। মঙ্গলবার করণদিঘি বাসস্ট্যান্ডে একদল পাচারকারী মোটরবাইকে দুধের জার নিয়ে অপেক্ষা করছিল। তাদেরকে থানার পুলিশ আটক করেছে।

উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট,টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close