Howrah : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশঙ্কাজনক অবস্থায় স্কুল পড়ুয়া

আরও পড়ুন

সোমবার দুপুরে স্কুল-এর বাতানুকুল ওয়াটার কুলার মেশিন থেকে ঠান্ডা জল খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হল পারভিনা খাতুন নামের এক চতুর্থ শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে হাওড়ার মিশ্রপাড়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে স্কুল চত্বরে।

স্কুল সূত্রে খবর, সোমবার দুপুরে ক্লাস চলাকালীন পারভিনা খাতুন নামের ওই ছাত্রীটি স্কুলের ওই ঠান্ডা জল পান করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্ব অবস্থায় ছিটকে পড়ে সে। এই ঘটনায় চিৎকার চেঁচামেচি শুরু হয়। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এই ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসে ও গুরুতর অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। ব্যাপক উত্তেজনা ছড়ালে বাকি পড়ুয়াদের ছুটি নিয়ে দেয় স্কুল কতৃপক্ষ। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি থাকা ওই ছাত্রীকে নিয়ে রীতিমত চিন্তিত পারভিনার পরিবার।

স্কুল সূত্রে খবর, ওই মেশিনটি জেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তীব্র গরমে ছাত্র-ছাত্রীদের ঠান্ডা জল পান করার সুবিধার্থে। কিন্তু ওই মেশিনেই ঘটল দুর্ঘটনা। স্থানীয় এক ইলেক্ট্রিসিয়ান জানিয়েছেন, এই মেশিনটি বিদ্যুতে চলে এবং এই মেশিনটি চালাতে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। রক্ষণাবেক্ষন না করলে এই মেশিনটি ক্ষতি করতে পারে বলে জানান ওই ইলেক্ট্রিসিয়ান। এই প্রসঙ্গে স্কুল কতৃপক্ষ জানায়, মেশিনটি নিয়মিতই পরিষ্কার করা হত। এরপর থেকে মেশিনটির উপর কড়া নজরদারি রাখা হবে বলে জানিয়েছেন স্কুল কতৃপক্ষ।

ফোর্টিন টাইমলাইন, হাওড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close