সদ্যোজাত শিশু বিক্রি করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হতে হল পাঁচ মহিলা সহ দুই ব্যক্তিকে । অভিযুক্ত ধৃতদের নাম বাবলু শাহ, বরখা, বীণা, মধু শর্মা, জ্যোতি, পবন ও সালমি দেবী। দিল্লি পুলিশ গ্রেফতার করেছে তাদের।
পুলিশি সূত্রের খবর, দীর্ঘদিন যাবৎ সদ্যোজাত শিশু দত্তক নেওয়ার নাম করে শিশু বিক্রি করছে তারা বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উত্তমনগরের অটো স্ট্যান্ডে ফাঁদ পাতে। আর সেই ফাঁদেই পা দেয় অভিযুক্তরা। ছদ্মবেশে ৬ লক্ষ টাকার বিনিময়ে শিশু কিনতে যায় এক পুলিশ আধিকারিক। তখনই আটক করা হয় তাদের। প্রথমে চার মহিলা ও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় ও তাদের জেরায় আরও দুই অভিযুক্তের হদিশ পাওয়া যায়।
তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে কুতুবুদ্দিন নামে এক ব্যক্তি ঝাড়খন্ড থেকে শিশু নিয়ে আসে ও তাদের মাধ্যমে বিক্রি করে। কুতুবুদ্দিনের বাড়ি তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ। এই ঘটনায় আর কে কে জড়িত আছে ও তাদের কি উদ্দেশ্য, তা তদন্ত করছে দিল্লি পুলিশ।
ব্যুরো নিউজ, দিল্লি।