রোড প্রজেক্টের কাজ করতে গিয়ে একই সাথে নিখোঁজ হলেন ১৯ জন শ্রমিক। নিখোঁজ শ্রমিকদের মধ্যে প্রত্যেকেই অসমের বাসিন্দা। ভারত চিন সীমান্তে আচমকাই এতো জনের নিখোঁজ হয়ে যাওয়াতে উত্তেজনা ছড়িয়েছে সারা দেশ জুড়ে। প্রশ্নের মুখে দেশের প্রশাসনিক মহল। ঘটনার তদন্ত শুরু করেছে বিশাল পুলিশবাহিনী।
রহস্যজনক এই ঘটনায় চিন্তিত এলাকার ডেপুটি কমিশনার। তিনি জানিয়েছেন রাস্তা তৈরি করার জন্য ঠিকাদার অসম থেকে ১৯ জন কর্মী ভাড়া করে এনেছিলেন। কিন্তু আচমকাই নিখোঁজ হয়ে যাওয়ায় হৈচৈ পরযায় এলাকা জুড়ে। ঘটনা জানতে পেরে তদন্ত নামে। আসে পাশের এলাকায় অনেক খোঁজা খুঁজির পরেও তাদের কোনো সন্ধ্যান মেলে না। পুলিশ তদন্ত জারি রাখে। ইতিমধ্যে ১৯ জন শ্রমিকের মধ্যে ফুরক নদী থেকে একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
প্রথমত পুলিশের অনুমান ছিল কুমী নদী পার করার সময় হয়তো কোনো কারণে ডুবে নিখোঁজ হয়েছেন শ্রমিকেরা। কিন্তু একজনের মৃতদেহ উদ্ধারের ফলে সন্দেহ গভীর হয়েছে পুলিশের। মৃত ওই শ্রমিকের পরিবারের সাথে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। রহস্যময় এই ঘটনার হিসেবে যেন কিছুতেই মেলাতে পারছে না বিশাল পুলিশবাহিনী। জোরকদমে উদ্ধারের কাজ চালানো হচ্ছে। তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্কে দেশবাসী।
ব্যুরো নিউজ, অরুণাচল প্রদেশ।