সোমবার রাতে আচমকাই দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয় ৩ জন। এই দুর্ঘটনাটি ঘটে সিলামপুর অঞ্চল অফিসের সামনে। বিকট শব্দ পেয়ে ছুটে আসে স্থানীয়রা। হৈচৈ শুরু হয় এলাকা চত্বরে।
স্থানীয় সূত্রে খবর, কারও মাথায় কোনও হেলমেট না থাকার কারনেই আশঙ্কাজনক অবস্থার সম্মুখীন হয়েছেন তারা। দুটি বাইক মুখোমুখি সংঘর্ষ হলে প্রত্যেকে ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাদেরকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে ভর্তি করে। এই বাইক দুর্ঘটনায় আহতরা হলেন মোসাক শেখ, সোনু মহালদার ও ঈশা মহালদার। মোসাক শেখ ও সোনু মহালদারের বয়স ২২ এবং ঈশা মহালদারের বয়স ৩৫। মোসাকের বাড়ি কালিয়াচক থানা এলাকায় । অন্যদিকে সোনু ও ঈশা কালিয়াচক থানার মহালদার পাড়ার বাসিন্দা।
মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।