Murshidabad : অবৈধ সম্পর্কের সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে শাশুড়ি খুন, জামাইয়ের অবস্থাও গুরুতর

আরও পড়ুন

জামাই এর সঙ্গে শাশুড়ির অবৈধ সম্পর্ক থাকার অভিযোগ বার বার তুলছিল স্থানীয় গ্রামবাসী। জামাই ও শাশুড়ির এই কান্ডে অরুচিকর পরিবেশ সৃষ্টি হচ্ছিল এলাকায় বলে অভিযোগ স্থানীয়দের । অভিযুক্ত শাশুড়ির নাম নুরসেফা বিবি ও জামাইয়ের নাম মফিজুল মন্ডল, বয়স ৩৮। সোমবার রাতে জামাই ও শাশুড়ি দু’জনকে একই ঘরে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে প্রতিবেশীরা। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের মধ্যে কয়েকজন ঘরে ঢুকে দুজনকে বেধরক মারধর শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নুরসেফা বিবির ও গুরুতর অবস্থায় জখম হয় মফিজুল মন্ডল। এটি হরিহরপাড়া থানার সর্বাঙ্গপুর এলাকার ঘটনা। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

সূত্রের খবর, বিয়ের পর থেকেই নুরসেফা বিবির সঙ্গে মফিজুল মন্ডলের সম্পর্ক গড়ে উঠেছিল বলে অভিযোগ। এই নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল আত্মীয় পরিজন ও এলাকা জুড়ে। সোমবার তাদের একসঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে আটক করেই বাঁশ এবং লাঠি দিয়ে মারতে শুরু করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় নুরসেফা বিবির, সেইসঙ্গে গুরুতর জখম অবস্থায় মফিজুল মণ্ডলকে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তারপর প্রাথমিক চিকিৎসার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে শাশুড়ির সঙ্গে এমন অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করে মফিজুল মন্ডল। এই খুনের ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে স্থানীয় পুলিশ আধিকারিকেরা।

ফোর্টিন টাইমলাইন, মুর্শিদাবাদ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close