মঙ্গলবার কলকাতা স্টেশনে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন থেকে ১৭ টি শিশু উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে স্টেশন চত্বরে। এই ঘটনায় তিন’জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কলকাতা স্টেশনে ১৭ জন শিশু সহ তিন জন যুবককে দেখলে সন্দেহ হয় পুলিশের। এরপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তারা যে শিশুগুলি পাচারের উদ্দেশে কলকাতা নিয়ে এসেছিল এতে কোনও সন্দেহ নেই। তবে কোথা থেকে এনে তাদের কোথায় পাচার করার চক্রান্ত চলছিল তা স্পষ্ট হয়নি এখনও। পুলিশের অনুমান, ওই শিশুদের বয়স ১০-১২ বছর। পুলিশ ওই ১৭ টি শিশুকে সিআরপিএফ এর হাতে তুলে দিয়েছে।
শিশু পাচার নাকি আরও অন্য কোনও উদ্দ্যেশ্য তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইম লাইন, কলকাতা।