মঙ্গলবার বিদ্যালয় চলাকালীন একই সঙ্গে ৩৬ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে তীব্র গরমে। ঘটনাটি ঘটছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ-এর পার্বতী সুন্দর উচ্চবিদ্যালয়ে। অসুস্থ পড়ুয়ারা প্রত্যেকেই পঞ্চম শ্রেণির ছাত্র।
স্কুল সূত্রে খবর, মঙ্গলবার পঞ্চম শ্রেণিতে মোট ৪৬ জন পড়ুয়া উপস্থিত ছিল। স্কুলের সহকারী শিক্ষক পার্থ কুমার দাস ক্লাস নেওয়ার সময় পড়ুয়াদের অসুস্থতা লক্ষ্য করেন- তারা ছটফট করতে থাকে ও পুরো শরীর চুলকোতে থাকে । এই ঘটনা তিনি প্রধান শিক্ষককে জানালে পড়ুয়াদের গুরুতর অবস্থা হওয়ার আগেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে অসুস্থ পড়ুয়াদের নিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। চিকিৎসকের অনুমান, এলার্জির কারণে এমন অসুস্থতার মুখোমুখি হয়েছে খুদে পড়ুয়ারা।
এই তীব্র গরমের কারনে চিন্তিত ছাত্র-ছাত্রীর অভিভাবকেরা। স্কুল বন্ধ না হওয়াতে আবার স্কুল সকালে করার কোনও ব্যবস্থা না নেওয়াতে ক্ষিপ্ত প্রত্যেকেই। স্কুল ছাত্র-ছাত্রীরা সকালে ক্লাস করার দাবি জানিয়েছে।
ফোর্টিন টাইম লাইন, কালিয়াগঞ্জ