Purba Bardhaman : পড়ুয়াবোঝাই অটোর সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে আহত ১০, একজনের অবস্থা গুরুতর

আরও পড়ুন

বুধবার সকালে স্কুল যাওয়ার পথে বিদ্যার্থীবোঝাই অটোর সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে ১০জন ক্ষুদে স্কুল পড়ুয়া। ঘটনাটি শিবলুর অঞ্চলের তরাল সেনপাড়া সড়কের ঘটেছে। আহত শিশুরা কেতুগ্রামের বেসরকারি শিবলুন নবদয় শিশু নিকেতনের পড়ুয়া।

স্থানীয় সূত্রে খবর, অটোর গতি বেশী থাকার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সজোরে সংঘর্ষ ঘটে।অটোর সামনের অংশ দুমড়ে, মুচড়ে যায়। স্থানীয় মানুষের অভিযোগ- অটো চালকের গাফিলতিতেই এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে শিশুরা। ১০ জন শিশুকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানুষ উদ্ধার করে পূর্ব বর্ধমানের কাটোয়া হাসপাতালে ভর্তি করেন। তাদের প্রত্যেকেরই হাত-পা, মাথাতে চোট লেগেছে। আহত শিশুদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

ফোর্টিন টাইমলাইন, কাটোয়া, পূর্ব বর্ধমান।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close