ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন(আই সি এস ই)- এর পরীক্ষায় সেন্ট জেভিয়ার্স রায়গঞ্জ-এর ছাত্রী প্রাণেশা দেব এবারের মাধ্যমিকে ৯১ শতাংশ0 নম্বর পেয়েছেন। তার পিতমহ প্রশান্ত দেব এখবরের সত্যতা স্বীকার করেছেন। প্রশান্তবাবু বলেন, এবার করোনা-উত্তর পরিস্থিতিতে অফলাইনে পরীক্ষা হয়েছে। তথাপি তাঁর নাতনী এবারের মাধ্যমিকে ৯১ শতাংশ নম্বর পাওয়ায় তাঁরা যার পরনাই খুশি।
প্রসঙ্গত, প্রাণেশার বাবা, প্রাণ দেব সেন্ট জেভিয়ার্স রায়গঞ্জ স্কুলের কৃতি শিক্ষক। সদাহাস্য অথচ দক্ষ শিক্ষক হিসেবে খ্যাতি যাঁর শহরজোড়া। তিনিও তাঁর মেয়ের ফলাফলে খুশি।
প্রাণেশার দাদু প্রশান্ত দেব বলেন, তাঁর নাতনী দিনে কম-বেশি ১৪ ঘণ্টা লেখাপড়া করত । মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেও তার লেখাপড়া দমে যায়নি। ভাটা পড়েনি তাঁর বিদ্যাচর্চায়। উচ্চ মাধ্যমিকের জন্য চলছে তাঁর চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। ভালো ফল করে ‘নীট’ দিয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন প্রাণেশা। শুভকামনা রইল প্রাণেশার জন্য ।
ফোর্টিন ওয়েব ডেস্ক, রায়গঞ্জ।