Balurghat : ক্ষুদে পড়ুয়াদের সচেতনাতে বাড়াতে কর্মশালা

আরও পড়ুন

প্রথম থেকেই ক্ষুদে স্কুল পড়ুয়াদের সচেতন করতে অভিনব উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের। বৃহস্পতিবার বালুরঘাট পুলিশ অফিসে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি টিউলিপ ইনস্টিটিউট অফ চাইল্ড কেয়ারের কর্মশালার আয়োজন করা হয়। যেখানে হাজির ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে, এছাড়াও হাজির ছিলেন স্কুল কর্তৃপক্ষ অভিভাবক এবং স্কুলের ক্ষুদে পড়ুয়ারা। এই কর্মশালায় পুলিশের মহিলা কর্মীরা ক্ষুদে পড়ুয়াদের সব বিষয়ে সচেতন করেন এবং কিভাবে ট্রাফিক নিয়ম মেনে রাস্তায় চলাচল করতে হয়, এছাড়াও রাস্তায় কোনওরকম বিপদ হলে কিভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হয় তাও জানানো হয় এবং শেখানো হয়। সচেতনতার কর্মশালার পাশাপাশি পুলিশ অফিসে থাকা মিউজিয়াম ঘুরে দেখানো হয় ক্ষুদে স্কুল পড়ুয়াদের। জেলা পুলিশের পক্ষ থেকে এমন কর্মশালা করায় স্কুলের তরফ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

এবিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, জেলা পুলিশের পক্ষ থেকে একটি কমিউনিটি ডেভেলপমেন্টের প্রোগ্রাম করা হয়েছে। যার মাধ্যমে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নানা বিষয় নিয়ে সচেতন করা হচ্ছে। জেলা জুড়ে এই কর্মসূচি চলছে।

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close