Maynaguri : আমের পেটিকে সামনে রেখে গরু পাচারের চেষ্টা ব্যৰ্থ

আরও পড়ুন

আমের পেটির আড়ালে লুকিয়ে গরু পাচারের চেষ্টা ব্যৰ্থ করল ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ময়নাগুড়ির রানিরহাট মোড় সংলগ্ন এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তদের আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে গরুগুলিকে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

উল্লেখ্য, বুধবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ময়নাগুড়ির রানিরহাট মোড় এলাকায় অভিযান চালায়। আমের পেটি বোঝাই করে একটি গাড়ি কোচবিহারের দিকে যাচ্ছিল। গাড়িটিকে সন্দেহ হলে গাড়িটি দাঁড়িয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চলাকালীন পুলিশ আমের পেটির আড়াল থেকে উদ্ধার করে ১১টি গরু। এরপর গরুগুলিকে স্থানীয় একটি খামারে রাখা হয়েছে। অন্যদিকে পুলিশ গরুপাচার করার চেষ্টার অভিযোগে রহমান আলি নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। কে বা করা এই পাচারের সঙ্গে জড়িত সেই তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, ময়নাগুড়ি, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close