খাবারে বিষ মিশিয়ে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল। এমনই মারাত্মক অভিযোগ উঠেছে মৃত ওই গৃহবধূর শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির বাগজান এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, মৃত ওই গৃহবধূর নাম শিল্পী মন্ডল। গৃহবধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তারা যৌতুকের দাবি করতে থাকে। যৌতুক না দেওয়ায় তার ওপর শ্বশুরবাড়ির লোকেরা শারীরিকভাবে অত্যাচার চালাতো বলে খবর। আরও অভিযোগ, গত ১৭ তারিখ থেকে তাকে খেতে না দিয়ে একটি ঘরে বন্ধ করে রাখা হয়েছিল। এরপর গত বুধবার তাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খেতে দেওয়া হয়। সেই খাবার খেয়েই অসুস্থ পড়েন শিল্পী। এমতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্মরত চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে তারা মৃতার স্বামী, শ্বশুর ও দেওরকে গ্রেফতার করে।
ফোর্টিন টাইমলাইন, ময়নাগুড়ি, জলপাইগুড়ি।