Kaliyaganj : অসুস্থ দম্পতির পাশে দাঁড়িয়ে দুয়ারে ভ্যাকসিন পুরসভার

আরও পড়ুন

শারীরিকভাবে ক’দিন থেকেই দৌড়ঝাঁপ করতে অক্ষম দম্পতির পাশে দাঁড়াল কালিয়াগঞ্জ পুরসভা। স্থানীয় নেতাজিপল্লির বাসিন্দা পৌঢ় দম্পত্তি দিলীপ কুমার চৌধুরীর বেশ কয়েক মাস আগেই তাদের বুষ্টার ডোজের সময় পেরিয়ে গেছে। শারীরিক অসুস্থতার কারনে তারা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে বুষ্টার ডোজ নিতে পারছিলেন না। বাড়িতে গিয়ে বুষ্টার ডোজ দেওয়ার জন্য কালিয়াগঞ্জ পুরসভার কাছে লিখিতভাবে আবেদন করেছিলেন ওই দম্পত্তি। অবশেষে কালিয়াগঞ্জ পুরসভা তাদের আবেদনের ভিত্তিতে ‘দুয়ারে ভ্যাকসিন’ নিয়ে হাজির হল। ভ্যাকসিন পেয়ে খুশি পৌঢ় দম্পত্তি।

দম্পত্তির ছেলে দেবব্রত চৌধুরী জানান, বাবা,মা এবং কাকিমার বুষ্টার ডোজের সময়সীমা উত্তীর্ন হওয়ার পরও শারিরিক অসুস্থতার জন্য তারা বুষ্টার ডোজ নিতে পারছিলেন না। কালিয়াগঞ্জ পুরসভার কাছে লিখিত আবেদন করেছিলেন। পুরসভা তাদের আবেদনের ভিত্তিতে আজ তিনজনের বুষ্টার ডোজ বাড়িতে এসে দিয়ে গেল। পুরসভা তাদের এই সাহায্য করায় তারা ভীষণভাবে উপকৃত হলেন।

ফোর্টিন টাইমলাইন, কালিয়াগঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close