সরকারের নির্দেশে ৭৫ মাইক্রোন প্লাষ্টিক ক্যারিব্যাগ ব্যাবহারের উপর নিশেধাজ্ঞা জারি হতেই কাগজের ঠোঙার দাম এক লাফে দ্বিগুন হয়ে গিয়েছে । কাগজের ঠোঙার চাহিদা বেড়ে যাওয়ায় কিছুটা আয়ের মুখ দেখতে শুরু ঠোঙা কারবারিরা। ফলে স্বস্তির নিশ্বাস ফেলছেন তারা।
বেশ কিছু সময় আগে প্লাষ্টিক ক্যারিব্যাগের ব্যবহার না থাকলেও বর্তমান সময়ে এই ক্যারিব্যাগেই প্রায় সমস্ত আনাজপাতি বহন করা হয়ে থাকে। এক কথায় বলতে গেলে বর্তমানে ক্যারিব্যাগের ব্যবহার সব থেকে বেশী।
যেই সময় কাগজের ঠোঙার ব্যবহার বেশী ছিল সেই সময় অনেকেই কাগজের ঠোঙা নির্মাণের পেশায় নির্ভরশীল ছিল। কিন্তু প্লাষ্টিক এর ব্যবহার বেশী হওয়ায় তাদের পেশায় অর্থ উপার্জনে টান পড়ে। ঠোঙা নির্মাণকারীদের জীবিকা প্রায় বন্ধের মুখে চলে যায়। সমস্যায় পড়েন তারা সংসার চালাতে। কিন্তু কিছুদিন আগে সরকারের নির্দেশে ক্যারিব্যাগ বন্ধের নির্দেশে খুশি প্রত্যেক ঠোঙা নির্মাণকারীরা।
এই ঠোঙা বানিয়ে সংসার প্রতিপালন করতেন রাজ্যের বহু টোঙা কারবারিরা। এর মধ্যে একজন কালিয়াগঞ্জে বসবাসকারী নতুন পাড়া এলাকার বাসিন্দা চিত্রা মোদক। চিত্র দেবী দীর্ঘ ৩০ বছর ধরে এই কাজ করে সংসার প্রতিপালনের সঙ্গে সঙ্গে ছেলে-মেয়েকে মানুষ করেছেন। বাজারে এসেছিলো প্লাষ্টিক। প্লাষ্টিক ক্যারিব্যাগ ব্যবহারের সঙ্গে সঙ্গে কাগজের ঠোঙা চাহিদা কমতে থাকে। যারা কাগজের ঠোঙা তৈরী করে সংসার নির্বাহ করতেন তাদের কাছে সংসার চালানো দুস্কর হয়ে পড়ে। কষ্ট করে সংসার চালালেও টোঙা ব্যবসা ছেড়ে দেননি চিত্রদেবী। অবশেষে দিন ফিরল চিত্র দেবী সহ সমস্ত ঠোঙা নির্মাণকারীদের । সরকার ৭৫ মাইক্রোন ক্যারিব্যাগ ব্যবহারের উপর নিশেধাজ্ঞা জারি করেছে কিছুদিন আগে । প্লাষ্টিক ক্যারিব্যাগের উপর নিশেধাজ্ঞা জারি হওয়ার সঙ্গে সঙ্গে খবরের কাগজের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে। খবরের কাগজের দাম বেড়ে যাওয়ায় ঠোঙার দামও প্রায় দ্বিগুন হয়েছে। ঠোঙার দাম দ্বিগুন হলেও চাহিদা অনেকটাই বেশী বেড়েছে। চাহিদা একলাফে অনেকগুন বেড়ে গেলেও ঠোঙা তৈরির যোগান দিতে পারছেন না চিত্রাদেবী । চাহিদা বেড়ে যাওয়ায় দীর্ঘদিন বাদে কিছুটা লাভের মুখ দেখতে শুরু করেছেন ঠোঙা কারবারবারিরা।
ফোর্টিন টাইম লাইন, কালিয়াগঞ্জ।