একটি অটোরিকশর সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৭ জনের। সঙ্গে গুরুতর আহত ২ শিশু-সহ ৪ জন। শুক্রবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার নুহ জেলায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর, শুক্রবারই ওই অটোরিকশয় ১২ জন যাত্রীদের নিয়ে হোদলের দিকে যাচ্ছিল। সেই সময় পিছন থেকে একটি লরি তার নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশটিকে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে অটোরিকশটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। ফলে, দুমড়ে মুচড়ে যায় অটোটি। এই দুর্ঘটনার ফলে নিহত হন ৭ জন এবং গুরুতরভাবে আহত হন ২ শিশু-সহ ৪ জন। ঘটনাটি স্থানীয়দের নজরে পড়তেই পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে তারা মৃত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে পলাতক লরি চালক। তার তল্লাশিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, হরিয়ানা।