Balurghat : বিদ্যালয়ে শিক্ষিকা নিগ্রহ, অপরাধীরা অধরা

আরও পড়ুন

শুক্রবার দুপুরে ত্রিমোহিনী হাইস্কুলে শিক্ষিকা নিগ্রহের প্রতিবাদে শনিবার সকাল থেকে উত্তপ্ত ত্রিমোহিনী। হিলি বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রী-সহ অভিভাবকরা। অবরোধ চলে দীর্ঘ প্রায় ৩ ঘন্টা ধরে। অবরোধের জেরে আটকে পরে পণ্যবাহী ট্রাক সহ-হিলি রুটের সমস্ত যানবাহন। বিক্ষোভ সামলাতে প্রথমে হিলি থানা পরে বালুরঘাট থেকে আসে অতিরিক্ত পুলিশ সুপার-সহ ডিএসপি সদর। ঘটনা ঘটার পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও অভিযোগ দায়ের করেনি স্কুল কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের দাবি, রাজনৈতিক চাপে পড়েই প্রধান শিক্ষক অভিযোগ করতে পারছেন না। বিক্ষোভ চলাকালীন প্রধান শিক্ষকের গাড়ি ঘটনাস্থলে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অবরোধকারীরা। ভাঙচুর করা হয় তার গাড়িতে। বিক্ষোভ সামলাতে পুলিশ হিমশিম খাচ্ছে পুলিশ। এর পরেই ঘটনা স্থলে আসেন ডিএসপি (সদর) সোমনাথ ঝা-সহ কমব্যাট ফোর্স। অন্যদিকে, এই ঘটনায় নিরাপত্তাহীন অবস্থায় ভুগছেন ওই শিক্ষিকা-সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ত্রিমোহিনী হাই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী-সহ অভিভাবকরা।

ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close