Kolkata: অর্পিতার উচ্চাভিলাষী জীবনযাত্রায় কি তার পরিণতির কারণ!

আরও পড়ুন

ওড়িশার মডেল, অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় বাংলার টলিউডে এসে পা রেখেছিলেন নামী শিল্পী হতে। তিনি মডেলের পাশাপাশি একাধিক সিনেমাও করেছেন। তবে সাফল্য তেমন মেলেনি বলে তার সতীর্থরা জানিয়েছেন। আজ থেকে ন’বছর আগে ২০১৩ সাল পর্যন্ত তিনি ভাড়ার ট্যাক্সি করে টালিগঞ্জে আসতেন। অভিযোগ, পার্থবাবুদের নজরে পড়ায় তিনি অচিরেই বিভিন্ন পুজো কমিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ওঠেন।
পরবর্তীতে অভিনেত্রী অর্পিতাদেবী অভিনয় করা কার্যত ছেড়েই দিয়েছিলেন বলে অভিযোগ। মনোনিবেশ করেছিলেন বিলাসবহুল জীবনযাপনে।একাধিকবার তিনি নাকি বিদেশ সফরেও গিয়েছেন। টালিগঞ্জের কলাকুশলীদের প্রশ্ন- তিনি কি এমন অভিনয় করে অর্থ রোজগার করেছিলেন- যেখানে চোখ ধাঁধানো বৈভব অচিরেই তার হাতের মুঠোয় ধরা দিয়েছিল !যদিও শনিবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর হাতে গ্রেফতারের পর তিনি বিজেপি দলের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেছিলেন- তাকে ফাঁসানোর চক্রান্ত চলছে বলে অভিযোগও তুলেছিলেন। তবে তার বাড়িতে এক লপ্তে কি করে ২১ কোটি ২০ লক্ষ টাকা এল ? তার সদুত্তর কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় দিতে পারেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। অর্পিতাদেবীর একটি নাচের দৃশ্য টাইমস ফোর্টিন বাংলা-র ষ্টুডিওতে এসে পৌঁছেছে।

যদিও কি কারণে কোথায় এমন নাচ করেছিলেন মিস মুখোপাধ্যায়, তার সত্যতা যাচাই করেনি ‘টাইমস ফোর্টিন বাংলা’।অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আতশ কাঁচের তলায় আর কোন কোন মানুষ রয়েছে তা জানতে উদগ্রীব রাজ্যের মানুষ।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close