আম খেতে চাওয়ায় কাকা তার ৫ বছরের ভাইঝিকে নৃশংসভাবে খুন করল। তাকে খুনের পর তার মৃতদেহ বস্তায় ভরে বাড়িতে ফেলে রাখা হয়। এই ঘটনায় অভিযুক্ত কাকা উমরউদ্দিনকে গ্রেফতার করা হয়। এমন মর্মান্তিক দুর্ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল উত্তরপ্রদেশে। শোকস্তব্ধ গোটা এলাকা।
সূত্রের খবর, মৃত সেই শিশুটির নাম খাইরুন্নিশা। বয়স ৫ বছর। গত মঙ্গলবার দুপুরে খেতে বসে কাকার কাছে আম খাওয়ার বায়না ধরে সে। তাতেই বিরক্ত হয় তার অভিযুক্ত কাকা। বিরক্ত হয়ে নিশার মাথায় লোহার রড নিয়ে আঘাত করে। এরপর তার মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়। অভিযোগ, সেই শিশুর মৃতদেহ তখন লোপাট করার চেষ্টাও করা হয়। দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া না গেলে পুলিশের দ্বারস্থ হয় মৃত শিশুর বাবা। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে এসে তল্লাশি চালায়। তল্লাশি করতেই নিশার মৃতদেহ বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়। বেগতিক বুঝে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনার দু’দিন পর বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে একটি জঙ্গল ঘেরা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে খুনের হাতিয়ার লোহার রড, ধারাল অস্ত্র উদ্ধার হয়।
ফোর্টিন টাইমলাইন, লখনৌ, উত্তরপ্রদেশ।