আগামিকাল,সোমবার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন দেশের নয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংসদের সেন্ট্রাল হলে তাঁর শপথ গ্রহণে উপস্থিত থাকবেন রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা এবং লোকসভার স্পিকার ওম বিড়লা-সহ আরও অনেকেই।
সূত্রের খবর, গত ২১ জুলাই বৃহস্পতিবার দেশের রাষ্ট্রপতি হিসেবে ভোটে জয়লাভ করেন দ্রৌপদী মুর্মু। দেশের বিভিন্ন প্রান্তে তাঁর জয়ের অনুষ্ঠান উদযাপন করা হয়। অনেক জায়গায় বিজয় মিছিলের সঙ্গে মিষ্টি বিতরণও করা হয়। সোমবার তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সোমলাল মুর্মু, মামনি সরেন, বাসন্তী মান্ডি-সহ মোট ২৭ জনের দল। যে দলে রয়েছেন ১৪ জন পুরুষ এবং ১৩ জন আদিবাসী মহিলা শিল্পী। এই বিষয়টি নিয়ে অভিনবত্বের দাবি করেছে ভারতীয় জনতা পার্টি।এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি এবং বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি আনুষ্ঠানিক শোভাযাত্রার মাধ্যমে সোমবার সেন্ট্রাল হলে পৌঁছবেন।
এরপর, রাষ্ট্রপতি হিসেবে ভাষণ দেবেন তিনি। অনুষ্ঠানের শেষে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা হবেন। সেখানে তাঁকে একটি ইন্টার-সার্ভিস গার্ড অফ অনার দেওয়া হবে এবং বিদায়ী রাষ্ট্রপতিকে সৌজন্য হিসেবে বিদায় অভ্যর্থনাও জানানো হবে বলেও জানা গেছে।