চন্দননগর হাসপাতালে কোল্ডড্রিংস-এ মাদক মিশিয়ে রুগীর আত্মীয়দের কাছ থেকে লুটপাট চালাল দুষ্কৃতীরা। নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে তারা বলে অভিযোগ। এমন নিন্দনীয় ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠে এসেছে এক বিরাট প্রশ্নচিহ্ন। হুগলির হরিপাল, নালিকুল, থেকে চন্দননগর হাসপাতালে বহু রুগী চিকিৎসা করাতে আসেন। রাতে চন্দননগর হাসপাতালের নতুন একটি ভবনের সামনে বিশ্রাম নিচ্ছিলেন প্রায় ৮ থেকে ৯ টি পরিবার। সেই সময় তাদের সঙ্গে অপরিচিত এক ব্যক্তি ভাব জমিয়ে গল্প গুজব শুরু করে। হঠাৎই কোল্ডড্রিংস রুটি ও তড়কা নিয়ে রাতেই হাজির হয় অপরিচিত ওই ব্যক্তি। সকলকে কোল্ডড্রিংস-এর সঙ্গে রুটি,তরকা খাওয়ায়। খাবার খেয়েই ঘুমিয়ে পড়েন তারা। সকালে উঠে তারা দেখেন কারও শরীরে জামা কাপড় নেই। মোবাইল ফোন থেকে নগদ টাকা সব কিছুই খোয়া গিয়েছে। এই ঘটনার পর হাসপাতালে আসা অন্যান্য রুগীর আত্মীয়দের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। কার্যত নিঃস্ব হয়ে চন্দননগর থানার দ্বারস্থ হয়েছেন অসহায় রুগীর পরিবারগুলি। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলতে চাননি। ঘটনার তদন্ত শুরু করেছে চন্দননগর থানার পুলিশ।
হুগলির চন্দননগর থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।