Karandighi : অঞ্চল সম্মেলন, সচেতনতা শিবির শেরসা বাদিয়া বিকাশ পরিষদের

আরও পড়ুন

শেরসা বাদিয়া বিকাশ পরিষদ করণদিঘি ব্লক কার্যকরী কমিটির পরিচালনায় করণদিঘি ব্লকের রসাখোয়া ১ নং গ্রাম পঞ্চায়েতের বুড়িহান বানাত মাদ্রাসা হলে সোমবার অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ শেরসা বাদিয়া বিকাশ পরিষদের অঞ্চল সম্মেলন ও সচেতনতা শিবির । এই দিন ৪ টি দাবি নিয়ে সম্মেলন ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
এই দিন এই শিবিরে উপস্থিত ছিলেন শেরসা বাদিয়া সংগঠনের জেলা সভাপতি মতিউর রহমান, জেলা সম্পাদক সাত্তার আহমেদ, জেলা সহ-সভাপতি মনসুর আলি, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুল ওহাব, করণদিঘি ব্লক সভাপতি মহম্মদ গিয়াসুদ্দিন , ব্লক সহ -সভাপতি মহম্মদ বিনতুঘলক, ব্লক সেক্রেটারি সেরাজুল ইসলাম, প্রমুখ। রসাখোয়া ১ ও ২ নম্বর অঞ্চলের প্রায় ৩০০ জন শ্রোতা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে । এদিনের সভার সভা পরিচালনা করেন আতাউর রহমান মাদানি। সংগঠনের জেলা সভাপতি মতিউর রহমান তাদের মূল চারটি দাবির বিস্তারিত ব্যাখ্যা দেন।

করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close