Salt Lake : মদের আসরে মারামারি, প্রাণ গেলো যুবকের

আরও পড়ুন

মদের আসরে আড্ডা মারতে গিয়েই মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে সল্টলেকের নয়াপট্টি এলাকায়। কেষ্টপুরের বাসিন্দা মৃত ওই যুবকের নাম রাজু মাল। বয়স ৩৩ বছর। ঘটনাস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, সল্টলেকের নয়াপট্টি এলাকায় প্রায়শই রাজু মাল বন্ধুদের সঙ্গে আড্ডা মারত,চলত প্রদীপ রাত পর্যন্ত মদের আসর। ঠিক এমনই ঘটনা ঘটে সোমবার রাতেও। রাজু মাল চার বন্ধু-সহ সোমবার দুপুর থেকে আড্ডা মারতে শুরু করে ওই মদের আসরে। সারাদিন চলে এমন মজলিশ। কিন্তু আচমকাই তুচ্ছাচিতুচ্ছ বিষয় নিয়ে রাজু মালের সঙ্গে তার চার বন্ধুর বচসা বাঁধে। ক্ষণিক বাদেই রাজু মালের উপর চড়াও হয় তার চার বন্ধু। তাদের এলোপাথাড়ি মারের ফলে জ্ঞান হারায় ওই যুবক। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা শুরু হয় এলাকা চত্বরে। স্থানীয়রা ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

অভিযুক্ত চার যুবক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

ফোর্টিন টাইমলাইন, সল্টলেক সিটি, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close