টোটোতে টাকা হারিয়ে চিন্তায় যাত্রী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের দেবীনগর বাজারে। টোটো যাত্রী তাপস দাস জানিয়েছেন, মঙ্গলবার সকালে দেবীনগর বাজার থেকে একটি টোটো করে যাচ্ছিলেন। টোটো চালককে ১০ টাকা ভাড়া দিয়ে তিনি নেমে পড়েন। তারপরই তিনি পকেটে হাত দিয়ে দেখেন তার ৪৭০০ টাকা নেই। সঙ্গে নেই তার মোবাইল ফোনটিও। তিনি আবার ফেরত গিয়ে টোটো চালককে খোঁজাখুঁজি করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর টোটো চালককে না পেয়ে তিনি রায়গঞ্জ থানার দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করেন।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।