বহিরাগতরা সাদা পোশাকে কংগ্রেস কর্মীদের ধাক্কাধাক্কি করায় পথ অবরোধ করল যুব কংগ্রেস। মঙ্গলবার দলের জেলার যুব সভাপতি তুষার গুহ আন্দোলনে নেতৃত্ব দেন। এদিন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন যুব কংগ্রেস সভাপতি তুষার গুহ। তিনি বলেন, যোগ্য প্রার্থীরা পাশ করা সত্ত্বেও তাদেরকে চাকরি না দিয়ে যারা পরীক্ষায় বসেনি তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের শাস্তি দাবি করেছেন যুব কংগ্রেস সভাপতি শ্রী গুহ।
কংগ্রেসের অভিযোগ, তাদের সভাপতি মোহিত সেনগুপ্তকে ধাক্কাধাক্কি করেছে বহিরাগতরা। উল্লেখ্য, এদিন রায়গঞ্জের বিদ্রোহীমোড়ে গান্ধীমূর্তির পাদদেশে কংগ্রেসের কর্মী-সমর্থকেরা এস এস সি দুর্নীতি নিয়ে সরব হন। তারা মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন খবর পেয়ে কংগ্রেস কর্মীদের প্রতিহত করতে দ্রুত ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। তাদের সঙ্গে সাদা পোশাকের বহিরাগতরা ঢুকে ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ। এরপরই ক্ষিপ্ত হয়ে কংগ্রেস কর্মীরা পথ অবরোধে সামিল হন। শেষমেশ পুলিশের উর্ধতন কর্তাদের বহিরাগতদের চিহ্নিতকরণের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয়। তবে প্রকৃতভাবে টেট পাশ করা প্রার্থীদের চাকরির দাবিতে যে লড়াই আন্দোলন চালিয়ে যাবে এদিনের কংগ্রেস দলের ঘোষণাতে তা একরকম পরিষ্কার।
ফোর্টিন ওয়েবডেস্ক, রায়গঞ্জ।