Philippines Earthquake : সাত সকালে ভূমিকম্প, আতঙ্কের মুখে ফিলিপিন্স

আরও পড়ুন

বুধবার সকালে ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স-সহ তার রাজধানী ম্যানিলা । এদিন রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩। তীব্র এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে আছে ম্যানিলা শহর জুড়ে। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়-ক্ষতি বা মৃত্যুর খবর পাওয়া না গেলেও ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

ফিলিপিন্সের লুজন দ্বীপে প্রথম কম্পন অনুভূত হয়, যা ছড়িয়ে পড়ে ফিলিপিন্সের রাজধানী শহর ম্যানিলায়। সতর্কবার্তা জারি করা হয়েছে শহর জুড়ে। সাত সকালে হওয়া এই ভূমিকম্পে কম্পনের প্রভাব পড়েছে প্রায় ১০ কিলোমিটার জুড়ে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পের এপিসেন্টার বা উত্‍সস্থল ১১ কিমি দূরে পূর্ব-দক্ষিণপূর্ব আবরা প্রদেশের ডোলোরস শহর।

উদ্ধারকারীর দল প্রস্তুত করা হয়েছে বিপদের সম্মুখীন হওয়ার জন্য। কম্পন ৩০ সেকেন্ড বা তার থেকে বেশি সময় ধরে চললে উদ্ধারকারীর দল ধীরে ধীরে উদ্ধার কাজের জন্য এগোবে ভূমিকম্পে প্রভাবিত এলাকাগুলির দিকে। তীব্র ভূমিকম্পের আশঙ্কায় মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ও ম্যানিলার সেনেট বিল্ডিংটিও খালি করে দেওয়া হয়েছে বলে জানা যায়।

টাইমস ফোর্টিন ব্যুরো, ম্যানিলা , ফিলিপিন্স।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close