পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট অর্পিতার আবাসন থেকে ফের উদ্ধার বিপুল পরিমাণ নগদ অর্থ। টাকা গুনতে সেই আবাসনে হাজির ব্যাঙ্ক কর্মী-সহ ইডি আধিকারিকেরা। টালিগঞ্জের পর এবার অর্পিতার বেলঘরিয়ার রথতলার আবাসন থেকে উদ্ধার হল মোটা অংকের অর্থ ।
বুধবার সকালে বেলঘরিয়ার রথতলার অভিজাত আবাসনে হানা দেয় ইডি আধিকারিকরা। সেখানে ব্লক ২ এবং ব্লক ৫-এ মোট দু’টি ফ্ল্যাট ছিল অর্পিতার। ফ্ল্যাট তালাবন্দি থাকায় সেখানে প্রথমে ঢুকতে পারেননি আধিকারিকরা। এরপর তালা ভেঙে ফ্ল্যাটে ঢোকেন তারা। বিকেলের দিকে প্রিন্টার হাতে উচ্চপদস্থ ইডি আধিকারিকদের ঢুকতে দেখা যায়।
সূত্রের খবর, এরই মধ্যে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে সেই বিপুল টাকা গোনার জন্য ৩ টি কাউন্টিং মেশিন এসে পৌঁছেছে। অনুমান করা হচ্ছে, কোটি টাকার মতো থাকতে পারে। কিন্তু, টাকার সঠিক পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।