Kaliyaganj : পথ দুর্ঘটনায় মৃত ১, পলাতক ২

আরও পড়ুন

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের সমসপুর এলাকায়। ঘটনায় ২ জন পলাতক। মৃত ওই যুবকের নাম অনুপ যাদব। বয়স ২৬ বছর। এই ঘটনায় শোকের ছায়া ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

পরিবার সূত্রের খবর, তিনি পেশায় স্কুলের ভ্যান চালক। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে সমসপুর মোড়ে দুই বন্ধুর সঙ্গে দেখা হয় অনুপের। তারপর ওই দুই বন্ধু অনুপকে সঙ্গে নিয়ে মোটরবাইকে করে ঘুরতে বার হয়। মোটরবাইকে চেপে যাওয়ার সময় পেছন থেকে একটি লরি এসে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। এমন ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপের। এই ঘটনায় তার দুই বন্ধু বেঁচে যাওয়ায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। স্থানীয়দের চোখে ঘটনাটি পড়তেই তাকে তড়িঘড়ি উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যায়।

ফোর্টিন টাইমলাইন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close