Partha-Arpita SSC Scam : বেলঘরিয়া থেকে উদ্ধার নগদ ২৮ কোটি-সহ সোনা, রূপো-সহ নথি

আরও পড়ুন

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের অবাবসনের পর বেলঘরিয়ার আবাসন থেকে উদ্ধার হল ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এছাড়াও, মিলেছে প্রায় ৬ কেজির বেশি সোনা। প্রচুর সোনার বাট ও রুপোর কয়েনও পাওয়া গেছে। যার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। অর্পিতার আবাসনের বাথরুম থেকেও নগদ টাকা উদ্ধার করেছে ইডি।

সূত্রের খবর, টালিগঞ্জের পর বুধবার বেলঘরিয়ার রথতলার অভিজাত আবাসনে হানা দেয় ই ডি আধিকারিকরা। সেখানে ব্লক ২ এবং ব্লক ৫-এ মোট দু’টি ফ্ল্যাট ছিল অর্পিতার। ফ্ল্যাট তালাবন্দি থাকায় সেখানে প্রথমে ঢুকতে পারেননি আধিকারিকরা। এরপর তালা ভেঙে ফ্ল্যাটে ঢোকেন তারা। বিকেলের দিকে প্রিন্টার হাতে উচ্চপদস্থ ইডি আধিকারিকদের ঢুকতে দেখা যায়। এরপর শুরু হয় চিরুনি-তল্লাশি। প্রায় ১৮ ঘন্টা তল্লাশির পর অর্পিতার বহুতল আবাসন থেকে উদ্ধার করা হয় নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সোনাও। শুধু শোয়ার ঘরেই নয়, শৌচাগারের দেওয়াল ভেঙেও উদ্ধার করা হয় বিপুল অঙ্কের টাকা। সেই টাকা শৌচাগারের দেওয়ালে কেবিনেট করে রাখা হয়েছিল বলে খবর।

অর্পিতার শোয়ার ঘর থেকে প্যাকেট বন্দি অবস্থায় উদ্ধার করা হয় নগদ টাকা। এরপর ইডি আধিকারিকেরা সেই আবাসনের শৌচাগারের দেওয়ালে টোকা মারতেই তাদের সন্দেহ আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। সেই কাঠের তৈরি ক্যাবিনেট ভেঙে বেরিয়ে আসে আরও টাকা। পাওয়া যায় সোনার বার-সহ রুপোর কয়েনও। ইডি সূত্রে খবর, মোট ৭টি ট্রাঙ্কে টাকা ও একটি ট্রাঙ্কে সোনা বোঝাই করে নিয়ে যাওয়া হয়েছে। বেলঘরিয়ার পর ইডি অর্পিতার আরও একটি আবাসন সিল করেছে বলে জানা গেছে।

ফোর্টিন টাইমলাইন, বেলঘরিয়া, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close